চলতি বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএলের শেষ রাউন্ডে মুখোমুখি হয়েছে বিসিবি নর্থ জোন ও ইসলামি ব্যাংক ইস্ট জোন। সকাল সাড়ে নয়টায় কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি। টস জিতে ব্যাট করছে বিসিবি নর্থ জোন।
আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি নর্থ জোনের। ওপেনিং জুটিতে আসে ৩৬ রান। এরপর দ্রুতই উইকেট পড়তে থাকে। ১১১ রানের মধ্যে ফিরে যান ৫ ব্যাটসম্যান। পরবর্তীতে দলের হাল ধরেন মুশফিকুর রহিম।
এ সময় উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে গড়েন জুটি। সেই সাথে নিজের ব্যক্তিগত অর্ধশতকও তুলে নেন মুশফিক। দলকে এগিয়ে নেওয়ার সাথে সাথে ১ ছক্কা ও ১৪ চারে দুর্দান্ত সেঞ্চুরি করেন মি. ডিপেন্ডেবল মুশফিক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নর্থ জোনের সংগ্রহ ৬৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৫ রান। মুশফিক ১০৫ রানে অপারজিত আছেন।