এবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে অলিম্পিকে জায়গা করে নিয়েছে ব্রাজিল। গতকাল সোমবার লাতিন আমেরিকা অঞ্চলের চূড়ান্ত বাছাইয়ের ম্যাচে জুনিয়র মেসিদের ৩-০ গোলে হারিয়েছে সেলেসাওরা।
তবে এই ম্যাচে হেরে অবশ্য কোনো ক্ষতি হয়নি আর্জেন্টিনার। সবার আগেই কনমেবল অঞ্চল থেকে টোকিও অলিম্পিকে খেলা নিশ্চিত করে লা আলবিসেলেস্তেরা। প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট অর্জন করে তারা।
এদিকে অনূর্ধ্ব-২৩-এর এই আসরে বাঁচা-মরার ম্যাচে ১১ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন পাউলিনহো। এরপর ব্যবধান দ্বিগুণ করেন ম্যাথেউস কুনহা। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলের তৃতীয় গোলটিও করেন তিনি।
এদিকে টোকিও অলিম্পিকে ছেলেদের ফুটবলে অংশগ্রহণ করবে ১৬টি দল। স্বাগতিক জাপানের পাশাপাশি থাকবে লাতিন আমেরিকা থেকে সুযোগ পাওয়া দুই দল।