যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপের স্বাদ পায় আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
বাংলাদেশের এই সাফল্যে উদযাপনে শামিল হয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও। পৃথক দুই বিবৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন এবং সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এদিকে দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তরুণ ক্রিকেটাররা ভবিষ্যতে দেশের জন্য আরও সম্মান বয়ে আনবে।
এদিকে প্রধানমন্ত্রী বলেন, ‘এই খেলোয়াড়ী মনোভাব ধরে রেখে এভাবেই ভবিষ্যতে আমাদের এগিয়ে যেতে হবে।’