এই শীতে কলকাতা চিড়িয়াখানায় দর্শকের সংখ্যা বেশি হয়। এ তালিকায় থাকেন দেশি-বিদেশিরা। এ অবস্থায় চিড়িয়াখানায় পশু-পাখিদের সুরক্ষায় রাখতে বিদেশি নাগরিক বিশেষ করে চীনাদের ওপর নজর রাখছে কর্তৃপক্ষ।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কোনো চীনা নাগরিক চিড়িয়াখানায় এলে তাদের ওপর খেয়াল রাখা হচ্ছে। তারা যখন প্রবেশ করছেন দেখে নেয়া হচ্ছে তাদের শারীরিক অবস্থা কেমন। তাদের গতিবিধি খেয়ালে রাখছেন সেখানকার কর্মীরা। আপাতত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নেই। তবে স্বাস্থ্য পরীক্ষা বা স্ক্যান করানোর ব্যবস্থা রাখার কথাও ভাবছে কর্তৃপক্ষ।
খবরে আরও বলা হয়, চিড়িয়াখানার পশু-পাখিদের বাঁচাতেই এই সতর্কতা নেয়া হয়েছে।