সী’মান্তে বি’এস’এফে’র গু’লিতে বাংলাদেশীদের হ’ত্যায় বি’এস’এফে’র কোন দো’ষ নেই বলে মনে করেন বাংলাদেশের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদেই স’তর্ক হতে হবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, আসলে আমাদের চরিত্র যদি ভালো না হয়- পরের দো’ষ দিয়ে লাভ নেই।
রাজশাহীর পবা উপজেলায় এক অনুষ্ঠানে যোগ দিতে গেলে তার নির্বাচনী এলাকায় সী’মান্তে বি’এস’এফের গু’লিতে তিন ব্যক্তির মৃ-ত্যু’র প্রসঙ্গে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার পরিষ্কার জানিয়ে দেন, এখানে দো’ষ বাংলাদেশী নাগরিকদেরই, সুতরাং সরকারের কিছুই করনীয় নেই।
আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হবার পর ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ১১ বছরে প্রায় সাড়ে তিনশ বাংলাদেশী নাগরিককে সী’মান্তে গু’লি করে হ-ত্যা করেছে ভারতীয় সী’মান্ত-রক্ষী বা’হিনী বি’এস’এফ। অথচ উভয় দেশ গত ১০ বছর যাবত পরস্পরকে সবচেয়ে ভালো বন্ধু হিসেবে বর্ণনা করছে।
চলতি বছরের প্রথম ২৫ দিনেই প্রায় ১০ জন বাংলাদেশী বি’এস’এফ’র হাতে নি-হ’ত হয়েছে।