ক্রমে ক্রমেই জমে উঠেছে বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ এর এবারের আসর । গতকাল প্রথম দিনে চিটাগং ও কুমিল্লার জয়ের পর আজ দ্বিতীয় দিনে মাঠে নামবে ঢাকা প্লাটুন-রাজশাহী রয়্যালস । খেলাটি বাংলাদেশ সময় দেড়টায় মিরপুর স্টেডিয়ামে শুরু হবে।
একনজরে দেখেনিন সম্ভাব্য একাদশ-
ঢাকা প্লাটুন- মাশরাফি বিন মূরতুজা , তামিম ইকবাল, শহীদ আফ্রিদি, মুমিনুল হক, জাকের আলী, লাউরি ইভানস, তিসারা পেরেরা, মেহেদি হাসান, সোভাগতা হোম, লুইস রেস, এনামুল হক।
রাজশাহী রয়্যালস- আন্ড্রে রাসেল, লিটন দাস,রবি বোপারা, শোয়েব মালিক, আফিফ হোসাইন, হযরাত উল্লাহ জাযাই, তাইজুল ইসলাম, অলক কাপালি, ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম, মোহাম্মদ নেউয়ায।