বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। শুক্রবার (৬ ডিসেম্বর) তাদের রেজিস্ট্রি বিয়ে হবে।
সৃজিত-মিথিলার বিয়ে উপলক্ষে এরইমধ্যে কলকাতায় অবস্থান করছেন মিথিলার পরিবারের সদস্যরা।
সৃজিত-মিথিলার বিয়ের খবর প্রকাশ্যে আসার পরপরই নিজের টুইটার অ্যাকাউন্টে মিথিলার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন সৃজিত। যেখানে দেখা যাচ্ছে- দু’জনে একটি নদীর ঘাটে হাতে হাত ধরে দাঁড়িয়ে বয়ে চলা স্রোত দেখছেন।
ছবিটির ক্যাপশনে সৃজিত লিখেছেন-
“প্রথম আলোয় ফেরা, আঁধার পেরিয়ে এসে আমি
অচেনা নদীর স্রোতে, চেনা চেনা ঘাট দেখে নামি
চেনা তবু চেনা নয়, এভাবেই স্রোত বয়ে যায়
খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়…”
সৃজিত-মিথিলার বিয়ের খবর জানার পরই তাকে শুভকামনা জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রয়। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি লিখেছেন- ‘সৃজিতদার জীবনে বসন্ত এসে গেছে! অভিনন্দন কমরেড!’